গোল্ড ইনিশিয়েটিভের যুব সংগঠন সিডো সম্প্রতি ❝বাগেরহাট শহরের বর্জ্য ব্যবস্থাপনাঃ সমস্যা ও সমাধান❞ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করে, সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সিডোর সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
সভায় অতিথিবৃন্দ শহরের ক্রমবর্ধমান বর্জ্য সমস্যার পরিবেশগত ও স্বাস্থ্যগত প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন, একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতি, পুনঃব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।
অতিথিবৃন্দরা জানান—
- বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তির আধুনিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা
- স্বাস্থ্যঝুঁকি কমাতে পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা
- স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় অংশীদার হিসেবে যুক্ত করা
- শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম চালু রাখা
সভায় অংশগ্রহণকারীরা মনে করেন ❝সমস্যার সমাধান শুধু সরকারি উদ্যোগে নয় বরং নাগরিকদের সচেতনতা ও সক্রিয় সহযোগিতার মাধ্যমেই সম্ভব❞, এই মতবিনিময় সভার মাধ্যমে সবার মধ্যে এক নতুন আশা ও অঙ্গীকার তৈরি হয়—একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও টেকসই বাগেরহাট গড়ে তোলার প্রত্যয়ে।



